উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, টিকিট, ছুটির দিন সমূহ জানতে ক্লিক করুন (Upaban Express)

উপবন এক্সপ্রেস যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন এই ট্রেনটি বাংলাদেশ রেলওয়ের অধিনে পরিচালিত হয়৷ বাংলাদেশ সরকারে আইন অনুযায়ী অনুযায়ী ট্রেনটি চলাচল করে এবং যাত্রীদের সেবা দিয়ে যায়। দীর্ঘ কয়েকবছর থেকে উপবন এক্সপ্রেস ট্রেনটি চলাচল করছে। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, যাত্রাবিরতি, অনলাইন টিকিট সহ ভাড়ার তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

তাই আপনি যদি এই উপবন এক্সপ্রেস ট্রেনে ভ্রমন করতে চান তাহলে ভ্রমনের আগে একবার হলেও আমাদের এই আর্টিকেল টি আপনার দেখা প্রয়োজন। এবং অনেকে আছে উপবন এক্সপ্রেস ট্রেনের সম্পর্কে জানতে চান এবং বিভিন্ন ব্রাউজারে অনুসন্ধান করে। তাদের জন্য আমাদের এই আর্টিকেল টি খুব গুরুত্বপূর্ণ। আশা করি আমাদের আর্টিকেল থেকে উপকৃত হবেন।

উপবন এক্সপ্রেস ট্রেন

বর্তমানে এই ট্রেনটিকে ইন্দোনেশিয়ান পিটি ইনকা রেক বা কোচ দ্বারা পরিচালনা করা হয়। আন্তঃনগর ট্রেনে নং ৭৩৯/৭৪০ ট্রেনটি ঢাকা টু সিলেট চলাচল করে। এই ট্রেনটিতে ১৪টি বগি রয়েছে, যার মধ্যে ২টি গার্ড কার+শোভন চেয়ার+খাবার গাড়ি , ২টি এসি চেয়ার, ১টি এসি স্লিপার , ১টি পাওয়ার কার, ৮টি শোভন চেয়ার বগি।

>

উপবন এক্সপ্রেস ট্রেনের আসন বিন্যাস

উপবন এক্সপ্রেস ট্রেনের আসন বিন্যাস অনেক ভালো। বিভিন্ন ভাগে ভাগ করছে আসন বিন্যাস। কয়েকটি আসনে ভাগ করেছে আমরা নিচে আসন গুলো তুলে ধরলাম।

  • সোভন চেয়ার
  • এসি চেয়ার
  • নন এসি চেয়ার

উপবন এক্সপ্রেস ট্রেনের উদ্ভোদনের তারিখ/সময়সূচী

ঢাকা টু সিলেট চলাচলকারী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি উদ্ভোদন করা হয় ১৯৮৮ সালে ৪ মে মাসে তখন থেকে যাত্রী পরিবহনের মাধ্যমে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। এই ট্রেনের যাত্রীসেবার বয়স হলো ৩৪ বছর হয়েছে।

উপবন এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা

আপনি ঢাকা টু সিলট ভ্রমন করতে চান তাহলে আপনাদের ভাড়ার তালিকা সম্পর্কে জানতে হবে। আপনি উপবন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে চলাচল করলে আপনি নিচে দেওয়া ভাড়ার তালিকা গুলো দেখে নিন এবং আপনার ভ্রমনের পরিকল্পনা করুন।

আসন বিভাগ টিকেটের মূল্য (১৫ভ্যাট)
শোভন ২৮৫ টাকা
শোভন চেয়ার ৩৪০ টাকা
প্রথম সিট ৪৪৫ টাকা
প্রথম বার্থ ৭১০ টাকা
এসি বার্থ ১১৬৯ টাকা

উপবন এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

উপবন এক্সপ্রেস ভ্রমন করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই ট্রেনের সময়সূচী সম্পর্কে জানতে হবে। তাই আমাদের এই আর্টেকেল থেকে আপনি জানতে পারবেন। ঢাকা থেকে যাত্রার সময়সূচী এবং সিলেট পৌছার সময়সূচী আবার সিলেট থেকে ঢাকা চলাচলের সময়সূচী নিচে তুলে ধরা হলো।

স্টেশনের নাম ছুটির দিন ছাড়ায় সময় পৌছানোর সময়
ঢাকা টু সিলেট বুধবার ২০ঃ৩০ ০৫ঃ০০
সিলেট টু ঢাকা নাই ২৩ঃ৩০ ০৬ঃ৪৫

উপবন এক্সপ্রেস ট্রেনের অনলাইন টিকিট

আপনি উপবন এক্সপ্রেস ট্রনের টিকিট অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। যদি অনলাইনে সংগ্রহ করতে চান তাহলে নিচে দেওয়া লিংকে প্রবেশ করুন এবং সকল তথ্য দিয়ে টিকিট বুক দিন। Upaban Express Online Ticket

উপবন এক্সপ্রেস ট্রেনের বিরতি সময়সূচী

আপনি এই ট্রেনে ভ্রমন করলে আপনাকে কয়েকটি স্টেশনে বিরতি দিবে। ঢাকা টু সিলেট চলাচল করা ট্রেনটি ৩১৯ কিলোমিটার অতিক্রম করে এবং ১৯৮ মাইল। সর্বমোট ৫ ঘন্টা ১০ মিনিট চলাচল করে। তাই সর্বমোট ১১ টি স্টেশনে বিরতি দেয় তবে আপনকে মাইকে এলাউন্স করে যানিয়ে দেওয়া হবে।

বিরতি স্টেশন নাম ঢাকা থেকে (৭৩৯) সিলেট থেকে (৭৪০)
বিমান বন্দর ২০ঃ৫৭ ০৬ঃ০০
নরসিংদী ২১ঃ৪৫
ভৈরব বাজার ২২ঃ২০ ০৪ঃ৪৭
শায়েস্তাগঞ্জ ০০ঃ২০ ০২ঃ৫৭
শ্রীমঙ্গল ০১ঃ২৭ ০২ঃ১২
ভানুগাছ ০১ঃ৫০  ০১ঃ৩৮
শমশেরনগর ০২ঃ০৫ ০১ঃ২০
কুলাউড়া ০২ঃ৪০ ০০ঃ৪৮
বরমচাল ০৩ঃ০০ ০০ঃ৩১
মাইজগাঁও ০৩ঃ২৮ ০০ঃ১০

উপবন এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন সমূহ

এই ট্রেনটিতে ভ্রমন করতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে উপবন এক্সপ্রেস ট্রেনের ছুটির দিন সম্পর্কে। চলুন দেখে নেওয়া যাক উপবন এক্সপ্রেস ট্রেনটি কবে বন্ধু থাকে বা ছুটিতে থাকে। ৭৩৯ নং ট্রেনটি বুধবার ছুটিতে থাকে এবং ৭৪০ নং ট্রেনটি সোমবার ছুটিতে থাকে।

উপবন এক্সপ্রেস ট্রেনে ভ্রমনের অভিজ্ঞতা আমাদের জানাতে ভুলবেন না। এবং আমাদের আর্টিকেটি সবাই কে দেকার সুযোগ করে দিবেন। এই ট্রেন সম্পর্কে আপনি কিছু জানলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমরা সকল তথ্য সংগ্রহ করেছি উকেপেডিয়া থেকে, তাই কোন ধরনের সমস্যা নেই আর্টিকেলে। ভালো থাকবেন সুস্থ থাকবেন, সুন্দর ভাবে ভ্রমন করবেন৷ আল্লাহ হাফেজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *