প্রিয় ভিজিটর আমরা আপনাদের সামনে আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাই আপনারা যদি আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে দেখান তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবেন। আমাদের আর্টিকেলে আজকে আমরা আলোচনা করব পুলিশ কনস্টেবল পরীক্ষায় যোগদান করার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হয় পুলিশ কনস্টেবল বাছাই করার সময় যেসব কাগজপত্র প্রয়োজন হয়, এই সকল বিষয় সম্পর্কে তাই আপনি যদি একজন পুলিশ কনস্টেবল এ যোগ দিতে চান তাহলে আপনাদের এইসব যোগ্যতা এবং কাগজপত্র অবশ্যই প্রয়োজন।
অনেক স্টুডেন্ট রয়েছেন যারা পুলিশ কনস্টেবল এর পরীক্ষা দিতে যাচ্ছে কিন্তু কি কি কাগজপত্র নিতে হবে সে সম্পর্কে কোনো ধরনের ধারণা নেই, তাদের জন্য আজকে আমরা আমাদের এই আর্টিকেলটি সাজিয়েছি যাতে তারা খুব সহজেই জানতে পারে আমাদের আর্টিকেল থেকে কি কি কাগজপত্র প্রয়োজন হয় পুলিশ কনস্টেবল মাঠে যোগদান করতে হলে এবং কি কি কাগজপত্র দ্বারা আবেদন করা যায় পুলিশ কনস্টেবলে। সময় না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক আমাদের আজকে প্রয়োজনীয় বিষয় সমূহ গুলো।
পুলিশ কনস্টেবল প্রার্থীদের যোগ্যতা
আপনি যদি পুলিশ কনস্টেবলের যোগদান করতে চান বা পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে চান তাহলে আপনার যেসব যোগ্যতা থাকা প্রয়োজন। তাই আমরা আপনাদের জন্য আমাদের এই আর্টিকেলের উল্লেখ করলাম পুলিশ কনস্টেবলের যোগদান করার জন্য যেসব কাগজপত্র বা যোগ্যতা প্রয়োজন তা উল্লেখ করলাম। আপনি চাইলে নিচ থেকে দেখে নিতে পারেন সকল বিষয়গুলো।
- প্রার্থীদের বয়স সীমা অবশ্যই নিয়োগপত্রে উল্লেখিত তারিখ অনুযায়ী 18 থেকে 20 বছর হতে হবে।
- বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- অবশ্যই প্রার্থী কে বাংলাদেশের নাগরিক হতে হবে।
- এবং অবশ্যই প্রার্থীকে অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে না।
- পুলিশ কনস্টেবল নিয়োগ এর শারীরিক যোগ্যতা
পুলিশ কনস্টেবল পুরুষ প্রার্থী :
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ ২.৫০ পেয়ে।
উচ্চতা : সাধারণ বা অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নেত্র গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা। ( মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান ব্যতিত) কোঠার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।
বুকের মাপ: সাধারন ও অন্যান্য জোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা। ( মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান ব্যতিত) কোঠার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।
ওজন : বয়স এবং উচ্চতার ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে।
দৃষ্টি শক্তি : ৬/৬ হতে হবে।
পুলিশ কনস্টেবল মহিলা প্রার্থী :
উচ্চতা: সাধারণ বা অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি, ক্ষুদ্র নেত্র গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা। ( মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান ব্যতিত) কোঠার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
ওজন : বয়স এবং উচ্চতার ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে।
দৃষ্টি শক্তি: ৬/৬ হতে হবে।
পুলিশ কনেস্টেবল মাঠে যে সব কাগজ পত্র প্রয়োজন
আপনি কি পুলিশ কনেস্টেবলে যোগাদান করতপ চান তাহলে আপনাকে উপরে দেওয়া সকল যোগ্যতা থাকার লাগবে। এবং আপনাকে নিয়োগে উল্লেখ করা তারিখে মাঠে উপস্থিত হতে হবে কাগজপত্র যাচাই-বাছাই করার জন্য। তাই আপনাকে মাঠে যে সব কাগজ পত্র নিয়ে উপস্থিত হতে হবে তা হলো।
- ট্রেইনি রিক্রুট কনষ্টেবল (টিআরসি) পদে আবেদনকারী জন্য মাঠে যেসব কাগজপত্র নিয়ে যেতে হবে;
- এডমিট কার্ড। (২কপি রঙিন)
- এসএসসি সার্টিফিকেট মূল কপি/যারা সার্টিফিকেট পান নি তার মূল মার্কশীট নিয়ে যাবেন।
- চারিত্রিক সনদপত্র।(সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিতে হবে।)
- জাতীয় পরিচয়পত্র(NID)এর মূল কপি। (যাদের NID নাই তারা জন্ম নিবন্ধন নিবেন মূল কপি;এবং মা-বাবার NID কার্ড
এর মূল কপি) - নাগরিকত্ব সনদপত্র।(নিজ ইউপি/পৌরসভা/সিটি কর্পোরেশন থেকে নিতে হতে)
- অভিভাবকের সম্মতিপত্র।(আইনানুগ অভিভাবকের কতৃক প্রদয় সম্মতিপত্র)
- পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি। (যা সত্যায়িত করতে হবে এ গেজেট এর কর্মকতার কতৃক হতে।
- অবিবাহিত সনদ
- কোটার হলে কোটার সনদপত্র সমূহ।
- আর এবার ব্যাংক থেকে কোন চালান ফরাম ওঠানো লাগবে না ।
- এখানে যত কাগজ দেওয়া আছে সব গুলোর মূল কপি নিতে হবে
ফটোকপি বা সত্যায়িত চলবে না /তবে সবগুলো কাগজের ফটোকপি করে সত্যায়িত করে রাখবেন চাকরি হলে পরবর্তীতে কাজে লাগবে।
আশা করি সবাই বুঝছেন।না বুঝলে বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারো,জানলে উত্তর দেব,না জানলে জেনে জানানো চেষ্টা করব।
সবাই কাগজপত্রগুলো প্রস্তুত করতে হবে।
প্রশিক্ষনকালীন সুযোগ সুবিধা
- ট্রেইনি রিক্রুট কনেস্টেবল (টিআরসি) প্রশিক্ষনার্থী হিসাবে প্রশিক্ষনকালীন বিনামূল্যে পোষাক সামগ্রিক থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধাদি দেওয়া হবে।
- প্রশিক্ষনকালীন সরকারী বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষন ভাতা প্রদান করা হবে।
পুলিশ কনেস্টেবল মাঠের নিয়ম কানুন
আপনি যদি বাংলাদেশ পুলিশ কনেস্টেবলে যোগ দিতে চান তাহলে অবশ্যই আপনি আামদের এই আর্টিকেল গুলো মনোযোগ সহকারে দেখুন। আমরা আপনাদের সামনে সুন্দর ভাবে বিষয়টি উপস্থাপন করলাম।
- প্রথমে আপনাকে সারি বদ্ধভাবে মাঠে প্রবেশ করতে হবে।
- অবশ্যই আপনার সাথে প্রবেশপত্র/অ্যাডমিট কার্ড থাকতে হবে।
পুলিশ কনস্টেবল মাঠের প্রথম দিন
- মাঠে প্রবেশ করার পরে আপনার সকল কাগজপত্র গুলো ভালো করে দেখবে।
- কাগজপত্র যাচাই-বাছাই শেষে আপনার শারীরিক গঠন টেষ্ট করবে।
- শারীরিক গঠনে আপনার প্রথমে উচ্চতা, ওজন এবং বুকের মাপ।
- এই পর্বে আপনি টিকেন তাহলে অবশ্যই আপনাকে কৃতকায্য দেওয়া হবে।
- এবং আপনাকে পরবর্তী ইভেন্টে/দিনে সুযোগ দেওয়া হবে।
পুলিশ কনস্টেবল মাঠের ২য় দিন
- আবারও আপনাকে এডমিট নিয়ে প্রবেশ করতে হবে।
- এবং আপনাকে ২০০ মিটার দৌড়ে জন্য প্রস্তুথ হতে হবে।
- মনে রাখতে হবে যে ২০০ মিটার দৌর প্রতিযোগিতায় ২৮ সেকেন্ড পৌছাতে হবে।
- পরবর্তীতে আপনাকে পুশ আপ দেওয়ার সুযোগ দেওয়া হবে।
- অবশ্যই মনে রাখতে হবে যে ১৫ টি পুশ আপ দিতে আপনাকে সময় দেওয়া হবে ৩০ সেকেন্ড।
- এবং তারপরে আপনাকে দেওয়া হবে হাই জাম এবং লংজামে।
- আপনাকে হাইজাম দেওয়া জন্য ৩.৫ ফিট উচ্চতায়/ মেয়েদের উচ্চতায় ৩ ফিট।
- লংজাম দেওয়া হবে ১০ ফিট / এবং মেয়েদের জন্য দেওয়া হবে ৮ ফিট।
পুলিশ কনস্টেবল মাঠের ৩য় দিন
- অবশ্যই আপনাদের সকল দিনের মতো এডমিট নিয়ে প্রবেশ করতে হবে।
- এবং আপনাকে বলা হবে ১৬০০ মিটার দৌর দেওয়া প্রস্তুুতি নেওয়ার জন্য।
- আপনাকে ১৬০০ মিটার দৌর দেওয়ার জন্য সময় দেওয়া হবে ৬.৩০ সেকেন্ড।
- পরবর্তীতে আপনাকে ৬৫ কেজি ওজনের টায়ার কোমরে নিয়ে ১২ ফিট বহন করতে হবে/ মেয়েদের জন্য ৪০ কেজি ১২ ফিট।
- এবং রশি দিয়ে ১০ ফিট উপরে উঠতে হবে/ মেয়েদের জন্য ৮ ফিট।
আপনি যদি এই সকল ইভেন্ট গুলোতে উত্তীর্ণ হন তাহলে আপনাকে পরবর্তীতে এডমিট কার্ড দিয়ে পরীক্ষা জন্য প্রস্থুতি নিতে বলবে। এবং পরবর্তীতে পরীক্ষার সময় ও তারিখ জানিয়ে দেওয়া হবে। আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আমরা আপনাদের সামনে সকল তথ্য গুলো সুন্দর ভাবে সাজিয়ে তুলে ধরলাম। আশা করি আপনাদের বালো লাগবে। এবং আপনি আরও বেশি জানতে আমাদের কমেন্ট করেন, আমরা আপনাদের মতামতে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের পোস্টটি সবার সাথে শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দিবেন। সময় দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের মনের আশা পূরন হোক। বাংলাদেশ পুলিশ কনেস্টেবলে যোগ দিয়ে দেশ ও জাতির সেবা করুন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম, ভাইয়া আমি কলেজে রেজাল্ট কাড জমা দিয়ে দিছি এখন কি করার??
কলেজ থেকে তুলে নিয়ে আসবেন
খুব প্রয়োজনীয় কথা বলছেন,ধন্যবাদ।
কোন চালান লাগবে?
Thank you vaiya…..
মারশিট ফটোকপি চলবে কী
Vhaiya character certificate Computer ar dokan theke able hobe nh