আমরা অনেক সময় বিভিন্ন রকম তথ্য অনুসন্ধান করলেও নিজের জীবনকে ঘিরে অনেক কিছু তথ্য আমাদের জানা প্রয়োজন। অনেক সময় আমরা নিজের জীবনকে জানার জন্য অথবা নিজের জীবন সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্নভাবে অনুসন্ধান চালায়। আমাদের এই ছোট্ট জীবনে আমরা অনেক কিছু হারিয়েছি অনেক কিছু পেয়েছি এবং অনেক কিছু দেখেছি। এই ছোট জীবনে আমরা যা শিখতে পেয়েছি বা যা হারিয়েছে সব জিনিস সে বাস্তবতা। যদি একজন প্রকৃত মানুষ হতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক বাস্তবতার শিকার হতে হবে এবং যে বাস্তবতা গুলো আপনাকে হারিয়ে চলে যাবে। তাই সকল জিনিসগুলো অতিক্রম করে আপনাকে নিজের জীবনের সফল অর্জন করতে হবে এবং নিজের জীবনের লক্ষ্যে পৌঁছাতে হবে।
অল্প জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হবে আমার অনেক মানুষ আপনাকে ভুলে যাবে। তবে সকল মানুষের সাথে জীবন পাড়ি দেওয়া সম্ভব নয় তাই সকলকে কোন না কোন ভাবে রেখে অন্য কারো হাত ধরে জীবন এগিয়ে নিয়ে যেতে হবে। কোন একজন মানুষের জন্য আপনার জীবন থেমে থাকবে না জীবনের গতিপথ সরল আপনার জীবনের গতিপথ চলতে থাকবে তবে এই জীবনে গাড়িটিতে অনেক মানুষ উঠবে আবার নেমে যাবে। তাই এই জীবন নামের গাড়িটি নিয়ে অনেক চিন্তা ভাবনা আমাদের জীবনে। এই জীবন নামের গাড়িটিতে কত মানুষ উঠছে আবার নেমে গেছে তাদেরকে ঘিরে নানা রকম স্মৃতি বয়ে বেড়ায়। তাই আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেই ছোট্ট ফেলে আসা দিনের গল্প সম্পর্কে।
ফেলে আসা দিন নিয়ে স্ট্যাটাস
ছোট জীবনে আমরা আমাদের এই কয়েকদিনের মধ্যেই অনেক কিছু ফেলে এসেছি। অনেক মানুষকে ফেলে এসেছি অনেক মানুষের সাথে পথচলা বাদ দিয়েছে এবং অনেক মানুষকে হারিয়ে ফেলেছি। সবকিছু ঘিরেই আমাদের জীবনে এই সব দিনগুলো একটি স্মৃতি হয়ে দাঁড়ায় যে স্মৃতিগুলো মাঝেমধ্যে আমাদের কুরে কুরে খায়। সেই স্মৃতিগুলো মনে করে পিছনের পথে ফিরে যাওয়া সম্ভব নয় তাই আমাদের অবশ্যই সাফল্যের দিকে এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে এবং পিছনের সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে হলে অবশ্যই আমরা সুন্দর একটি স্ট্যাটাস দিয়ে বন্ধুদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও পিছনে ফিরে তাকাতে পারবো না তারপরও একটি স্ট্যাটাস এর মাধ্যমে পিছনের গল্পটাকে আবারও সামনে আনার চেষ্টা করব।
শীত কালে ঠান্ডা জলে স্নান করার সময় যেমন তা হতো আর কি। ভাবতাম ঢালবো কি ঢালবো না
— সংগৃহীত
আমরা দিনগুলো মনে রাখি না,রাখি দিনগুলোর স্মৃতি।
— সিসারি পাভেস
স্মৃতি অতীতের নয় বরং স্মৃতি হলো ভবিষ্যতের চাবি।
— করি টেন বুম
পিছনে থাকে আমাদের স্মৃতি ;পাশে থাকে আমাদের বন্ধু; আর সামনে থাকে আমাদের স্বপ্ন।
— সংগৃহীত
ফেলে আসা দিন নিয়ে উক্তি
ফেলে আসা দিনগুলো অর্থাৎ আমাদের সেই ছোটবেলার অতীতের গল্প গুলো আমাদের এখনো মনে করিয়ে দেয়। তিন দিন যত বড় হচ্ছি ততই আমাদের জীবনে বোঝা হয়ে দাঁড়াচ্ছি এবং জীবনের চাপ আসতেছে এবং পিছনে ফেলে আসা দিনগুলো ভুলে যাচ্ছি। পিছনে ফেলে আসা দিনগুলোর কথা মাঝে মাঝে মনে হলে অনেক কষ্ট হয় সেই কষ্টগুলো বুকের আগলে রেখে নিজেদের সাফল্যের পথে এগিয়ে যেতে হবে এটাই জীবন। তবে মাঝেমধ্যেই কিছু স্মৃতি আমাদের মনে এবং মাথায় এসে বসে পড়ে যে স্মৃতিগুলো কখনোই আমরা ভুলতে পারিনা তাই সেই স্মৃতিগুলো আবার উপস্থাপন করতে অর্থাৎ কবি সেই ফেলে এসে দিনগুলোকে নিয়ে যে সকল তথ্য বা উৎকৃষ্ট স্ট্যাটাস দেখেছেন সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।
একটি পুরনো ছবি হয়তো হাজার কথা বলে যায় তবে একটি পুরনো স্মৃতি মানুষকে কিছু অমূল্য উপহার প্রদান করে।
— সংগৃহীত
খারাপ স্মৃতিগুলো মনে রাখা সহজ। তবে ভুলে যাওয়া অনেক কঠিন।
— ব্রডি অ্যাশটন
একটা ছবি কোনো কিছু নিয়ে সহজেই হাজার কথা বলে দিতে পারে। তবে স্মৃতি পুরো ঘটনাকেই চাক্ষুষ করতে পারে।
— সংগৃহীত
একটি মুহূর্ত বেঁচে থাকে একটি ক্ষণের তরে,
কিন্তু স্মৃতি থেকে যায় আবহমান কাল ধরে ।
ভালো সময় আসতেও পারে আবার যেতেও, তবে স্মৃতি চিরদিনই রবে।
— অস্কার ওয়াইল্ড
নিজের স্মৃতিকে কখনোই নিজের স্বপ্নের থেকে বড় হতে দিও না।
— ডগ আইভেস্টার
ফেলে আসা দিন নিয়ে ক্যাপশন
দিনের কথাগুলো আমাদের প্রতিনিয়ত মনে পড়ে সেই কথাগুলো আবারো আমাদের প্রিয় ব্যক্তিদেরকে স্মরণ করে দিতে অবশ্যই সুন্দর একটি স্ট্যাটাস এর মাধ্যমে তাদেরকে সেই দিনের স্মৃতিময় দৃশ্য গুলো মনে করিয়ে দিতে হবে। এবং সেই ছোটবেলার স্মরণীয় দিনগুলোকে আবারও ফিরে পেতে অবশ্যই সকলের সাথে যোগাযোগ করে সুন্দর একটি আড্ডা মুহূর্ত তৈরি করতে হবে তাহলেই আমরা ফেলে আসা দিনের সেই স্মৃতিগুলো আবারও মনে করতে পারব এবং সুখটি অনুভব করতে পারব। যদিও সেই আগের মত ফিলিংস হবে না এবং আগামী মত মজা হবে না তারপরও আমরা চেষ্টা করে দেখব। তাই ফেলে আসা দিনগুলো নিয়ে সুন্দর কিছু ক্যাপশন তুলে ধরা হলো।
শীতকালে ছোট বেলায় সেই বাজার থেকে কতবেল নিয়ে এসে ভাই বোনেরা মিললে সব কিছু দিয়ে মাখা করে খাওয়া হতো।
— সংগৃহীত
স্মৃতি অতীত হলেও তা ভুলে যাওয়ার জন্য নয় ,এটি হল ভবিষ্যতের মূল চাবিকাঠি।
— সংগৃহীত
স্মৃতি থেকে যায় মানুষ নয়।
— সংগৃহীত
স্মৃতি হল হৃদয়ের একটি চির সজিব সম্পদ ।
— সংগৃহীত
বন্ধুদের সাথে কাটানো সুখস্মৃতিগুলো যত দিন আমার হৃদয় সজীব থাকবে ততদিন আমাদের জীবন আনন্দে পরিপূর্ণ থাকবে।
আমরা আমাদের এই প্রতিবেদনটির মাধ্যমে আপনাদের সেই ফেলে আসা মধুর সময় গুলোকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আমাদের এই স্ট্যাটাসের মাধ্যমে আপনাদের সেই ফেলে আসা মধুর সময় গুলো আবারো মনে পড়বে এবং সেই দিনগুলো আপনার স্মৃতি হয়ে রাখবে। সেই ফেলে আসা দিনগুলোর সাথী গুলোকে আবারো আপনি কাছে পেতে পারবেন শুধুমাত্র আমাদের দেওয়া স্ট্যাটাস যুক্তি গুলোর মাধ্যমে। তাই আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলের সাথে শেয়ার করবেন জালাও ফেলে আসা দিনের কথা এখনো মনে করে। এছাড়া ওই দিন সম্পর্কে আপনার মধুর কিছু তথ্য থাকলে বা স্মৃতি থাকলে সেটি আমাদের সাথে শেয়ার করতে পারেন।