উন্নত মানের চিকিৎসার জন্য আপনি যদি কোনো ধরনের হাসপাতাল খুঁজে থাকেন তাহলে আমরা আপনাদের সাজেস্ট করব বারডেম হাসপাতাল আপনাদের জন্য প্রযোজ্য। আপনি যদি বাংলাদেশের উন্নত মানের প্রযুক্তি বিশেষজ্ঞ ডাক্তার অথবা উন্নত মানের হাসপাতাল অনুসন্ধান করে থাকেন অথবা চিকিৎসার জন্য উন্নত মানের হাসপাতাল খুঁজে যাচ্ছেন তাহলে আপনাকে অবশ্যই বারডেম হাসপাতাল ভর্তি হতে হবে এবং উন্নত মানের চিকিৎসা পেতে হবে। তাই আমরা আপনাদের সামনে বারডেম হাসপাতালের বিভিন্ন তথ্য গুলো সুন্দর ভাবে উপস্থাপন করব যাতে আপনি খুব সহজেই বারডেম হাসপাতাল সম্পর্কে জানতে পারেন এবং তার চিকিৎসা প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারেন।
ঢাকা বারডেম হাসপাতাল/Birdem General Hospital
ঢাকা বারডেম হাসপাতালে বাংলাদেশ ঢাকা শহরের শাহবাগে ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন এই প্রতিষ্ঠানটি। ঢাকা বারডেম হাসপাতাল টি অবস্থিত ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের অপর প্রান্তে অবস্থিত। বারডেম হাসপাতাল টি প্রতিষ্ঠা করেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তত্ত্বাবধানে পরিচালিত হয় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রধান কার্যালয় এখানে অবস্থিত। বারডেম হাসপাতাল টি বহুতল বিশিষ্ট তিনটি বৃত্ত এই হাসপাতালটি অবস্থিত।
১৯৫৬ সালের ফেব্রুয়ারীতে বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশন গঠন করা হয়। বারডেম হাসপাতাল তৈরি করার জন্য সেগুনবাগিচায় হাসপাতালে জমি দেওয়া হয় তবে ১৯৮০ সালে আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। ১৯৮৯ সালে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতির উদ্দেশ্যে শাহবাগ ডায়াবেটিস কমপ্লেক্স নামকরণ করা হয়। ২০১৩ সালে সেগুনবাগিচা বারডেম 2 হাসপাতালটি চালু করা হয়। ঢাকা বারডেম হাসপাতালে সর্বমোট শয্যা রয়েছে ৮৫০ টি
অবস্থান : ১২২/ কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ
বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশন নয়টি পৃথক সংস্থা
বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশন এর সাথে কাজ করে আসছেন বারডেম হাসপাতালটি তাই বারডেম হাসপাতালের সাথে যে নয়টি হাসপাতাল পৃথক ভাবে সংযুক্ত রয়েছেন বা সংস্থা রয়েছেন তাদের সাথে সংস্থাগুলো আমরা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করলাম যাতে আপনারা খুব সহজেই জানতে পারে বারডেম হাসপাতালে সাথে পৃথক সংস্থাগুলোর নাম সম্পর্কে।
- বারডেম (বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ডায়াবেটিসস
- এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার্স রিস্যাবিলিটিশন
- এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডারস)
- পুনর্বাসন ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র
- জাতীয় স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক
- ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এবং গবেষণা কেন্দ্র
- ইব্রাহিম মেডিকেল কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস
- বারডেম নার্সিং কলেজ
- বাংলাদেশ স্বাস্থ্য বিজ্ঞান ও স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প
বারডেম হাসপাতালে চিকিৎসার ধরন
বারডেম হাসপাতাল এটি উন্নত মানের সেবা দিয়ে থাকে রোগীদের। বিভাগ ও বহির্বিভাগে রোগীদের সেবা প্রদান করে আসছে বারডেম হাসপাতাল। বারডেম হাসপাতালে রয়েছে ডায়াবেটিস রোগ নির্ণয় করার জন্য উন্নত মানের প্রযুক্তি এবং বিশেষ ব্যবস্থা। আপনি যদি বারডেম হাসপাতালে রোগী দেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। বারডেম হাসপাতাল টি সর্বমোট 11 টি রোগের চিকিৎসা প্রদান করা হয় এবং এখানে উন্নত মানের ডাক্তার দ্বারা রোগ নিরাময়ে এবং চিকিৎসা প্রদান করা হয়ে থাকে এজন্য বারডেম হাসপাতাল বাংলাদেশের মধ্যে বেশ পরিচিত একটি হাসপাতাল। Birdem General Hospital
বারডেম হাসপাতালে চিকিৎসা খরচ
আপনি যদি উন্নতমানের চিকিৎসা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে বারডেম হাসপাতালের মাধ্যমে ডায়াবেটিকসের উন্নত মানের চিকিৎসা গ্রহণ করতে হবে। তবে অনেকেই রয়েছেন যারা বারডেম হাসপাতাল সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করার আগ্রহ প্রকাশ করেন অর্থাৎ অনেকেই চিন্তা করেন বারডেম হাসপাতালে চিকিৎসা খরচ সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন। আপনি আমাদের নিবন্ধটির থেকে বারডেম হাসপাতালে চিকিৎসার খরচ সম্পর্কে জেনে তার পরে বারডেম হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করুন।
- ডায়াবেটিস পরীক্ষার ফি ৭০০/৯০০ টাকা
- ওয়ার্ড এর সিট ভাড়া প্রতিদিন ৮৫০ টাকা
- কেবিন ভাড়া ৬০০০ টাকা
রোগের নাম |
খরচ (টাকা) |
সিজার | ৭,০০০ |
অ্যাপেন্ডিসাইটিস | ২,০০০ -৩,০০০ |
কিডনীতে পাথর | ২৫,০০০- ৩০,০০০ |
পিত্তথলীতে পাথর | ১৫,০০০-২০,০০০ |
আলসার | ৫,০০০-৮,০০০ |
বারডেম হাসপাতালের সুবিধাসমূহ
বারডেম হাসপাতাল টি তাদের গ্রাহকদের অর্থাৎ রোগীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। এখানে উন্নত মানের ডাক্তার দ্বারা রোগীদের সেবা প্রদান করা হয়ে থাকে এবং সুচিকিৎসা প্রদান করা হয়। বারডেম হাসপাতালে অন্যান্য হাসপাতালে থেকে চিকিৎসা খরচ খুবই কম। বারডেম হাসপাতালের ছাড়াও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে আমরা নিচের সকল সুযোগ সুবিধা গুলো সুন্দর ভাবে উপস্থাপন করলাম।
এই হাসপাতাল টি তে রয়েছে পার্কিং সুবিধা, এম্বুলেন্স, অগ্নিনির্বাপক, জরুরী বিভাগ, বহিঃবিভাগ, গরীব রোগীদের জন্য ব্যবস্থা। বিনামূল্যে রোগীদের ঔষুধ প্রধান আই সি ইউ, বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা প্রদান। খাবার সরবরাহ ব্লাড ব্যাংক অভিযোগ ব্যবস্থা সমাজকল্যাণ বিভাগ নার্সসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা।
বারডেম হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা
এক সিটি বারডেম হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা গুলো অনুসন্ধান করে থাকেন তাহলে আমাদের এই নিচের নিবন্ধনটি থেকে অর্থাৎ আমাদের এই খণ্ডটি থেকে আপনি খুব সহজেই বারডেম হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা গুলো সংগ্রহ করতে পারবেন। আমরা বারডেম হাসপাতালের সকল ডাক্তার গুলোর তালিকা পদবী এবং চেম্বারসহ ফোন নাম্বার ইত্যাদি তালিকা গুলো তুলে ধরলাম যাতে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন খুব সহজেই।
হটলাইনঃ 9665003,58610642
হেল্প লাইনঃ 9661551-60
জরুরী প্রয়োজনে : 9661551-60
আইসিইউ হর্টলাইনঃ 58610643,8617130
আম্বুলেন্স তথ্যঃ 58616641-50
সকাল ৭.৩০ থেকে ৮ টা পযর্ন্ত
ওয়েবসাইটঃ https://www.birdembd.org
প্রফেসর ড. এস এম আশরাফুজ্জামান
- এমবিবিএস (ডিএমসি), ডিইএম (ডিইউ), এমডি-ইএম (বিএসএমএমইউ)
- ফেলো আমেরিকান কলেজ অফ এন্ডোক্রিনোলজি (FACE, USA)
- অ্যাপয়েন্টমেন্ট: 58610909, 9668944, 01847259770
- পরিদর্শন দিবস: (সোম ও বুধবার)
- সময়: বিকাল ৩টা
ডা. নাসিম জাহান
- এমবিবিএস, এমসিপিএস, এফসিপিএস (সাইকিয়াট্রি)
- সহকারী অধ্যাপক, মনোরোগ বিশেষজ্ঞ
- বারডেম জেনারেল হাসপাতাল
- মোবাইল: 01777-681208
- ই-মেইল: njahan.bird@gmail.com
- অ্যাপয়েন্টমেন্ট: 58610909, 9668944, 01847259770, 01847259771
- দেখার সময়: বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা (শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ)
এন্ডোক্রিনোলজি বিশেষজ্ঞ
প্রফেসর ডা. মোঃ ফারুক পাঠান
- এমবিবিএস (ঢাকা), এমডি (ইএম)
- দেখার সময়: 2.30 PM-7.00 PM (বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং সরকারি ছুটির দিন বন্ধ)
- টেলিফোন: 58610909, 9661551-60/এক্সট। 2611, 2612
- ই-মেইল: pathan279@yahoo.com
গ্যাস্ট্রোইনটেস্টাইনাল, হেপাটোবিলিয়ারি এবং প্যানক্রিয়াটিক ডিসঅর্ডার (GHPD) – ২ বিভাগ
- সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ড. মো. গোলাম আযম MBBS, MD (Gastro)
- সহযোগী অধ্যাপক ড. ইন্দ্রজিৎ কুমার দত্ত MBBS, FCPS, MD
- রেজিস্ট্রার ডাঃ সরকার মোহাম্মদ সাজ্জাদ MBBS, MRCP, (UK)
নেফ্রোলজি এবং ডায়ালাইসিস বিভাগ ইউনিট – ৩
- প্রফেসর প্রফেসর মোঃ আবুল মনসুর MBBS,MD,Dip Nephrology
- সহ সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আনিসুর রহমান MBBS, MD (Nephro)
- রেজিস্ট্রার ডাঃ আবদুল লতিফ MBBS, MD (Nephro)
কার্ডিওলজি বিভাগ ইউনিট – ১
- সিনিয়র কনসালটেন্ট প্রফেসর এ.কে.এম. মহিবুল্লাহ MBBS, MD (Card), FRCP, FACC, FESC
- সহযোগী অধ্যাপক ডঃ এএমবি সফদার MBBS, FCPS (Med)
- সহ সহকারী অধ্যাপক ডঃ এস এম রেজাউল ইরফান MBBS, FCPS (Med)
- সহকারী রেজিস্ট্রার ডাঃ নাজমুস সাকিব
ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
- সকলে MBBS, FCPS( MED) প্রাপ্ত
- ডাঃ এ এস এম আরিফ আহসান
- ডাঃ কনিজ ফাতেমা
- ডাঃ ফাতেমা আহমেদ
- ডাঃ দেবাশীষ কুমার সাহা
- ডাঃ মধুরিমা সাহা
- ডাঃ সুরাইয়া নাজনীন
আশা করি আমাদের নিবন্ধনটি আপনাদের ভাল লেগেছে। উপরে উল্লেখিত ডাক্তারের তালিকা এবং তাদের লোকেশন অনুযায়ী আপনি যোগাযোগ করে আপনার সমস্যার সমাধান করতে পারেন। তবে বিভিন্ন সময়ে এই ডাক্তার গুলো পদোন্নতি পাওয়াতেই তারা এক হাসপাতাল থেকে অন্য আর এক হাসপাতালে চলে যায় অর্থাৎ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চিকিৎসা প্রদান করে থাকে। তাই আমরা আমাদের নিবন্ধনটি মাঝে মাঝেই আপডেট করি কারণ নতুন ডাক্তার আসলে আমরা তাদের লিস্ট আমাদের নিবন্ধনে সংযুক্ত করি।