বিকাশ পিন রিসেট

বিকাশের পিন পরিবর্তন করুন খুব সহজে | Bkash Pin resend

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাই আমাদের সাথে থাকুন এবং আমাদের টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখুন আশা করি উপকৃত হবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি আশা করি আমাদের দেওয়ার সকল তথ্য আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে। তাই আবারো একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আমাদের আজকের বিষয় হলো বিকাশ পিন কোড পরিবর্তন। আপনি আপনার ব্যবহৃত bkash একাউন্টের পিন কোড পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদের এই টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে আপনি আপনার বিকাশ একাউন্টের পিন পরিবর্তন করতে পারবেন খুব সহজে।

অনেক বিকাশ ব্যবহারকারী রয়েছেন যারা সবসময় বিকাশে লেনদেন করে। তাদের একাউন্টে অনেক পরিমাণ টাকা রয়েছে কিন্তু আপনার bkash পিন নাম্বার টি মনে নেই। আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বারটি মনে না থাকলে আপনি এই টাকা লেনদেন করতে পারবেন না। আপনার বিকাশ একাউন্টে টাকা লেনদেন করতে হলে অবশ্যই আপনাকে সঠিক পিন নাম্বারটি বসাতে হবে এবং যদি সঠিক পিন নাম্বার মনে না থাকে তাহলে পুনরায় বিকাশ একাউন্টের পিন নাম্বার পরিবর্তন করে আবারো বিকাশে প্রবেশ করতে হবে। আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার পরিবর্তন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব নিচে, আমাদের সাথে থাকুন এবং সকল তথ্য গুলো মনোযোগ সহকারে দেখুন।

বিকাশ পিন পরিবর্তন প্রয়োজনীয় কাগজপত্র

আপনি আপনার বিকাশ একাউন্টটি পিন পরিবর্তন করতে চাচ্ছেন। বা আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বারটি মনে নেই। চিন্তার কোন কারন নেই আমরা আপনাদের সামনে bkash পিন কোড পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যেন আপনি সহজে আপনার বিকাশ পিন পরিবর্তন করতে পারেন। নিচে বিকাশ পিন পরিবর্তন করার প্রয়োজনীয় সকল কাগজ পত্র উল্লেখ করা হলো।

>
  • অবশ্যই আপনাকে এনআইডি কার্ড সাথে নিতে হবে।
  • তাছাড়াও যদি আপনি ড্রইভিং লাইসেন্স দিয়ে বিকাশ খুলেন তাহলে অবশ্যই সেটা সাথে নিতে হনে।
  • সেই সাথে আপনাকে আপনার জন্ম তারিখ মনে রাখতে হবে।
  • অবশ্যই আপনাকে সব সঠিক তথ্য দিতে হবে।
  • মনে রাখতে হবে সর্বশেষ লেনদেন কি ভাবে করেছেন। এবং সর্বশেষ লেনদেন Amount

বিকাশ পিন রিসেট করার নিয়ম

  • প্রথমে আপনি আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে টাইপ করুন *247# এবং বিকাশ একাউন্টে প্রবেশ করুন। ক্রমানুসারে 9 নাম্বার অপশনে গিয়ে দেখবেন Resend Pin তো আপনি 9 টাইপ করে Send করুন।
  • পরবর্তী অপশনে আপনার বিকাশ একাউন্ট খুলার সময় যে এনআইডি/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করছেন তার নাম্বার বসিয়ে দিবেন এবং সেন্ট করবেন।
  • পরবর্তী নতুন পেজ আসবে সেখানে বলবে আপনার জন্ম সাল দেওয়ার জন্য। অবশ্যই সঠিক জন্ম সাল দিবেন এবং Send করবেন ।
  • পরবর্তী অপশনে বলবে আপনি সর্বশেষ কি ভাবে লেনদেন করেছেন। আপনার সঠিক তথ্য টির পাসে নাম্বারটি বক্যে বসিয়ে Send করুন।
  • পরবর্তী অপশনে সর্বশেষ লেনদেন এমাউন্ট দিতে বলবে। অবশ্যই সঠিক তথ্য দিবেন।
  • তখন আপনার সকল তথ্য গুলো দেওয়া শেষ হবে এবং আপনার সকল তথ্য প্রক্রিয়া করে সাথে সাথে এসএমএস  (SMS) এর মাধ্যমে আপনাকে নতুন পিন দেওয়া হবে।
  • পুনরায় আপনাকে *247# ডায়াল করতে হবে, এবং সেখানে Old পিন নাম্বার দিতে বলবে, অবশ্যই আপনি এসএমএস এ আশা পিন বসিয়ে দিবেন।
  • পরবর্তী অপশনে নতুন পিন দিতে বলবে। আপনি নতুন পিন দিয়ে। আপনার পিন নাম্বার টি গোপন রাখবেন এবং সুন্দর ভাবে লেনদেন করবেন।
বিকাশ পিন পরিবর্তন
বিকাশ পিন পরিবর্তন

কেন কারনে আপনার বিকাশ পিন মনে নাই তাহলে আপনি উপরে দেওয়া নিয়মে আপনার বিকাশ পিন অ্যাপ করতে পারবেন। কিন্তু যদি কোন অসংগতি কারনে আপনার বিকাশ একাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে আপনি সমস্যার মধ্যে থাকবেন। কিন্তু চিন্তার কেন কারন নাই আপনি খুব সহজে তা ঠিক করতে পারবেন। বিকাশ কোম্পানি তাদের হটলাইন ব্যবস্থা চালু রেখেছে। সপ্তাহে 7দিন, দিনে 24 ঘন্টা যে কোন সময় কল করতে পারেন বিকাশ হটলাইন নাম্বারে এবং সরকারি কথা বলতে পারেন আপনার সমস্যা সমাধান করতে পারেন।

বিকাশ হট লাইন নাম্বার ১৬২৪৭

আপনি এক্ষেত্রে আপনি যদি হটলাইন নাম্বারে ফোন দিয়ে আপনার সমস্যা সমাধান করতে চান তাহলে আপনাকে যে সব ডকুমেন্টস সাথে রাখতে হবে।

  • আপনার এনআইডি কার্ড নাম্বার
  • আপনার এনআইডি কার্ডে ব্যবহৃত সঠিক নাম।
  • সাথে সর্বশেষ লেনদেন

বর্তমানে টাকা আদান প্রদানের জন্য বাংলাদেশ একটি জনপ্রিয় টাকা ট্রান্সফার সিস্টেম রয়েছে আর সেটা হল বিকাশ এর মাধ্যমে টাকা আদান প্রদান। আপনি বিকাশের মাধ্যমে বাংলাদেশের যেকোন স্থানে টাকা লেনদেন করতে পারবেন সহজে। আপনার বিকাশ একাউন্টের লেনদেন অবস্থা সুরক্ষিত রাখতে অবশ্যই আপনাকে আপনার বিকাশ পিন গোপন রাখতে হবে।

বিকাশ হট লাইন

  • 16247 নাম্বারে কল করুন
  • ইমেইল করুন: support@bkash.com
  • লাইভ চ্যাট :https://livechat.bkash.com/
  • ফেসবুক ফ্যান পেজ:
    https://web.facebook.com/bkashlimited?_rdc=1&_rdr

বর্তমানে দেশে সকল মানুষ এই মোবাইল ব্যাংকিং এর উপর বিশ্বাসী। তারা সব সময় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিজেদের ভিতরে টাকা লেনদেন করে খুব সহজে। মোবাইল ব্যাংকিং সিস্টেম অনেক ধরনের রয়েছে তবে উন্নত ও সেরা মানের মোবাইল ব্যাংকিং হলো বিকাশ। আপনি বিকাশের মাধ্যমে সর্বোচ্চ 2500 হাজার টাকা লেনদেন করতে পারবেন। মোবাইল ব্যাংকিং আমাদের জীবন ব্যবস্থা উন্নত ও গতি এনে দিয়েছে। তাই আমাদের মোবাইল ব্যাংকিং এর উপর আস্থা রাখতে হবে। অবশ্যই আমাদের বিকাশ একাউন্টের সকল প্রয়োজনীয় ও গোপনীয় জিনিস রক্ষা করতে হবে। বিকাশ একাউন্টের পিন নাম্বারটি কারো সাথে শেয়ার করা যাবে না। এমনকি আমাদের লেনদেনের অবস্থাও কোনো অপরিচিত মানুষের সাথে শেয়ার করা যাবে না। আমরা নিজের বিকাশ একাউন্ট নিজে ব্যবহার করব, সুন্দরভাবে লেনদেন করব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *